Home / লাইফস্টাইল / খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন মিঠুনকন্যা দিশানি

খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন মিঠুনকন্যা দিশানি

বার সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন মিঠুনকন্যা দিশানি। বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তককন্যা দিশানি। মিঠুনের তিন ছেলের সঙ্গে একই পারিবারিক আবহে বড় হয়েছে সে। তার সেই ছোট্ট মেয়েটি এখন বলিউড কাঁপাতে তৈরি।

দিশানি বাবার মতো সিনেমাকেই ধ্যানজ্ঞান মনে করেন। প্রস্তুতিও সেভাবেই নিচ্ছেন দিশানি। ১৮ বছর বয়সী দিশানি বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন।

ছোটবেলা থেকেই বলিউডে ভালো পরিচিতি রয়েছে দিশানির। মিঠুন চক্রবর্তীর মেয়ে হওয়ায় সুবাদে বড় তারকাদের সকলের সঙ্গেই কমবেশি আলাপ রয়েছে তার। সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে একের পর এক দিশানির আকর্ষণীয় ছবি দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন দিশানি। এ নিয়ে চলছে জোর আলোচনা।

Comments

comments

Check Also

মাত্র ২২ সপ্তাহেই জন্মাল এই ‘ক্ষুদ্রতম’ শিশু

ভারতের মুম্বাইয়ে মাত্র ২২ সপ্তাহ পর শিশু জন্মানোয় অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসক থেকে হাসপাতাল কর্মীরা। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *